18.10.2020 পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের অন্তর্গত বুড়িঝোর গ্রামে বোধোদয় নামক সমাজসেবি সংগঠনের পক্ষ থেকে এক কর্মসুচীর মাধ্যমে প্রায় ৯৫ জন দুঃস্থ ছাত্র ছাত্রী কে নতুন পোশাক বিতরণ করা হয়। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর থেকে আসা কয়েকজন চিকিৎসক ও চিকিৎসা কর্মীর দ্বারা ঐ গ্রামের প্রায় ১৭১ জন বিভিন্ন বয়সের মানুষের শারিরীক পরীক্ষা করা হয় ও তাদের ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ছোট ছোট শিশুদের মধ্যাহ্ন ভোজন করানো হয়। সংগঠনের এক সদস্য শ্রী পান্থদীপ বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছর পুজোর প্রাক্কালে আমাদের লক্ষ্য থাকে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকার, এ বছর আমরা বুড়িঝোর গ্রামটিকে বেছে নি। আজ আমরা বিভিন্ন ভাবে তাদেরকে একটুখানি সাহায্য করলাম। তিনি আরও বলেন, "যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেলাম, তাতে আমরা আপ্লূত । " সংগঠনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। For Visit Our Channel
Thanks to Khabar Purulia 24*7
ReplyDelete