Saturday, May 30, 2020

নীলডি অঞ্চলের চরনবাঁধ গ্রামে বাজ পড়ে মৃত ৪ গরু

খবর পুরুলিয়াঃ
গতকাল রাতে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের নীলডি অঞ্চলের চরনবাঁধ গ্রামে বাজ পড়ে মৃত্যু হলো ৪ টি গরুর 

পুরুলিয়ায় আবার পাওয়া গেল ৬ জন করোনা পজিটিভ

খবর পুরুলিয়াঃ
আজ পুরুলিয়া জেলায় আবার পাওয়া গেল ৬ জন করোনা পজেটিভ। এই সময় পুরুলিয়ার মোট করোনা পজিটিভ এর সংখ্যা হল মোট ৭ জন । 
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী তাদের বাড়ি পুরুলিয়া ২ নম্বর ব্লকে এবং এই করোনা পজিটিভ ব্যক্তিরা মহারাষ্ট্র থেকে এসেছিলেন বলে জানা গেছে। 

Wednesday, May 27, 2020

CPIM কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ উদ্যোগে পাড়া ব্লকের নডিহা মোড়ে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

খবর পুরুলিয়াঃ
আজ ২৭ মার্চ বুধবার CPI(M) কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ উদ্যোগে শ্রমজীবী মানুষদের অধিকার সুরক্ষিত রাখার দাবিতে পাড়া ব্লকের নডিহা মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গনঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হলো । উপস্থিত ছিলেন পার্টি এরিয়া কমিটির সম্পাদক শ্রী সুব্রত ব্যানার্জি ও জেলা যুব সভাপতি সুনীল মাহাতো।

পাড়া ব্লকের পারবহাল গ্রামে "মাটির সৃষ্টি" প্রকল্পের শুভ উদ্বোধন করলেন পাড়া BDO শ্রী গৌতম মন্ডল

খবর পুরুলিয়াঃ
পাড়া ব্লকের পারবহাল গ্রামে "মাটির সৃষ্টি" প্রকল্পের শুভ উদ্বোধন করলেন পাড়া BDO শ্রী গৌতম মন্ডল। আজ ২৭ শে মার্চ বুধবার। তিনি জানান এই প্রকল্পে গ্রামবাংলার মানুষের আয় কে  বৃদ্ধি করতে কৃষিকাজে অনুপোযোগী পতিত জমি গুলিকে উদ্যানপালন মৎস্য চাষ পশুপালনের মতো বিভিন্ন উৎপাদন মুখি কাজে ব্যবহার করা হবে। এর সাথে তিনি শ্রমিকদের মধ্যে মাক্স বিতরণ করেন এবং তাদের করোনা ভাইরাস থেকে সচেতন করেন।

Friday, May 22, 2020

পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি অনুদান ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

খবর পুরুলিয়া
বসিরহাটে আজ প্রধানমন্ত্রীর বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে প্রধানমন্ত্রী সুপার সাইক্লোনে বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে জরুরী ভিত্তিতে এক হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেন। এছাড়া ঝড়ে নিহতের পরিবার পিছু প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দু লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। বসিরহাট কলেজের প্রশাসনিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর হয়ে ওড়িশার় উদ্দেশ্যে রওনা হয়ে যান। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকার, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী, রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা সহ রাজ্য ও জেলা প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Thursday, May 21, 2020

BREAKING NEWS মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

খবর পুরুলিয়াঃ আগামীকাল আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট ও দমদমে যেকোন জায়গায় প্রশাসনিক বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী সূত্রের খবর।

 




 

Wednesday, May 20, 2020

জুন মাসের ১ তারিখ থেকে শুরু ২০০ টি ট্রেন আজ থেকেই শুরু বুকিং জেনে নিন রুট‌ ও তালিকা

খবর পুরুলিয়া
জুন মাসের তারিখ থেকে আরো ১০০ জোড়া বা ২০০ টি ট্রেন চলবে সারা দেশজুড়ে। আজ প্রকাশ করা হল সেই ট্রেন গুলির তালিকা এবং রুট। কাল সকাল ১০ টা থেকে IRCTC এর ওয়েবসাইটে অনলাইনে টিকিট বুকিং করা যাবে।

উত্তরপ্রদেশের পথদুর্ঘটনায় পুরুলিয়ার ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সাঁওতালডিতে শোকদিবস পালন করল AIDSO

খবর পুরুলিয়া
উত্তরপ্রদেশের পথ দুর্ঘটনায় পুরুলিয়ার ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সাঁওতালডির কামারগোড়া গ্রামে শোক দিবস পালন করল AIDSO 
শোকবেদীতে  মাল্যদান এর মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।প্রায় ১৫ জন ছাত্র-ছাত্রী অভিভাবক ও কর্মী-সমর্থকদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করা হয় তারপর সংক্ষেপে বক্তব্য রাখেন কর্মী-সমর্থকরা।

Sunday, May 17, 2020

চতুর্থ দফায় লকডাউনে কোথায় ছাড়, কোথায় নয়, দেখে নিন

খবর পুরুলিয়া
চতুর্থ দফায় ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল দেশ জুড়ে। এই দফায় উল্লেখযোগ্য ভাবে আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে বাস এবং যাত্রিবাহী পরিবহণে ছাড় দেওয়া হলেও বন্ধ থাকবে বিমান বা মেট্রো পরিষেবা। তবে এই দফায় রাজ্যকে ক্ষমতা দেওয়া হয়েছে পরিস্থিতি অনুযায়ী রাজ্যে রেড, অরেঞ্জ জোন নির্ধারণ করতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী ছাড় এবং কী কী নিষিদ্ধ থাকবে এই দফায়

 আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে যাত্রিবাহী বাস এবং অন্যান্য যান বাহন চলাচল করতে পারবে। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য।
বন্ধ থাকবে বিমান পরিষেবা।
চলবেনা মেট্রো রেলও, পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশ্যাল ট্রেন ছাড়া চলবে না অন্য কোনও ট্রেন।

 স্কুল, কলেজ, বিশ্ববিদ্যলয়-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
হোটেল, রেস্তরাঁ, রিসর্ট বন্ধ থাকবে আগের মতোই।

 বন্ধ থাকবে সিনেমা, থিয়েটার, স্টেডিয়াম, প্রেক্ষাগৃহ, পানশালা, বিনোদন পার্ক এবং শপিং মল।
রাজনৈতিক, ধর্মীয়, বা অন্যান্য যে কোনও ধরনের জমায়েত আগের মতোই নিষিদ্ধ থাকবে।
ধর্মীয় উপাসনাস্থল সমস্ত বন্ধ থাকবে। কোনও ধরনের ধর্মীয় জমায়েত কঠোর ভাবে নিষিদ্ধ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে রাজ্যের রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন কোন গুলি হবে তা নির্দিষ্ট করবে রাজ্য।

১০ রেড এবং অরেঞ্জ জোনের মধ্যে কনটেনমেন্ট জোন এবং বাফার জোন নির্দিষ্ট করবে স্থানীয় প্রশাসন।
১১ কনটেনমেন্ট জোনের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া বাকি সমস্ত নিষিদ্ধ। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয়তা ছাড়া মানুষের যাতায়াতও নিষিদ্ধ।
১২ সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মানুষের রাস্তায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। রাতের কারফিউ কঠোর ভাবে বলবৎ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ৬৫ বছরের বেশি বয়সী, জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, অন্তঃসত্বা মহিলা এবং ১০ বছরের কম বয়সীদের বাড়িতে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।



Friday, May 15, 2020

মানভূমের পেশাদার শিল্পীরা সাহায্যের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী কে

 খবর পুরুলিয়া
পুরুলিয়া সংস্কৃতির পীঠস্থান মানভূম। বৃহত্তর মানভূমের পুরুলিয়া, ধানবাদ, বোকারো, পটমদা, চন্ডিল, ইঁচাগড় এ প্রায় এক হাজারেরও বেশি পেশাদার শিল্পী রয়েছে। লকডাউন এর জেরে এবং বর্তমান পরিস্থিতে পেশাদার সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, যাত্রা শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কীর্তন শিল্পী, অডিও রেকর্ডিং স্টুডিও, ক্যামেরাম্যান, চিত্রপরিচালক সহ এই সব কাজের সঙ্গে যুক্ত অন্যান শিল্পী এবং তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে। লকডাউন পরবর্তীতেও এক বছরের অধিক সময় পেশাদার শিল্পীদের কাজ পাওয়ার সম্ভাবনা নেই। অথচ এই পেশাদার শিল্পীদের অধিকাংশই কোন সরকারি সহায়তা পান না। তাই মানভূমের পেশাদার শিল্পীদের আর্থিক সহায়তা জন্য পুরুলিয়া জেলা স্বাসকের মধ্যে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয় মানভূম প্রফেশনাল আর্টিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে। পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে সংগঠনের পক্ষে বেশ কয়েকজন উপস্থিত হয়েছিলেন সামাজিক দূরত্ব ও অন্যান বিধি মেনেই। সংগীত শিল্পী চিরঞ্জিত ব্যানার্জী জানান, বর্তমান পরিস্থিতিতে স্টেজ প্রোগাম বন্ধ থাকায় মানভূমের পেশাদার সংগীত শিল্পীরা কর্মহীন হয়ে পড়েছে। আগামী এক বছরের বেশি সময় কোন অনুষ্ঠান পাবে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরলাম। এবং শিল্পীদের আর্থিক সাহায্যের আবেদন জানামাল। চিত্রপরিচালক স্বপন হুজুরী জানান, এখন তো মানভূম এলবাম, শর্টফিল্ম, টেলিফিল্মএর শুটিং বন্ধ। তাই কর্মহীন হয়ে পড়েছে মানভূমের অভিনেতা, অভিনেত্রী, নৃত্যশিল্পী, ক্যামেরাম্যান সহ অনেকেই। তাই তাদের ভবিষ্যৎ বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করার জন্য স্বারকলিপি দেওয়া হয়েছে। অভিনয় শিক্ষক তথা চিত্রপরিচালক দেবরাজ মাহাতো জানান, মানভূমকে কেন্দ্র করে মিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সম্ভাবনা রয়েছে। মানভূমে অসংখ্য এলবাম, টেলিফিল্ম, শর্ট ফিল্ম হয়েছে যা ভারতবর্ষের কোন জেলাকে কেন্দ্র করে সম্ভবত এত কাজ হয়নি। ওই পেশাদারী শিল্পের জন্য হাতে গোনা ২/১ টি স্কুল। কিন্তু বর্তমানে ক্লাস বন্ধ। তাই কর্মহীন হয়ে পড়েছে সেই স্কুল বা প্রোডাকশন হাউস গুলির সাথে যুক্ত কর্মীরা। তাদের উৎসাহ এবং পাশে দাঁড়ানোর জন্য জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানানো হয়। অডিও রেকর্ডিং স্টুডিওর পক্ষে বুবাই ঘোষ জানান, শুটিং বন্ধ থাকার কারনে এখন অডিও রেকর্ডিং বন্ধ আছে তাই তারাও কর্মহীন। সরকার যেন তাদের কোথাও ভাবেন। পাশাপাশি মানভূমে পেশাদার যাত্রাশিল্পীদের পক্ষে যামিনী মাহাত জানান, গ্রামীন যাত্রাগুলিতে তারা অভিনেত্রী, যাত্রার আনুষঙ্গিক জিনিস সরবরাহ করে। এখন যাত্রা বন্ধ করোনা পরবর্তী এক বছরের বেশি সময় গ্রামীন যাত্রা হবে না বললেই চলে। তাই চরম বিপর্যয়ে এই যাত্রার সঙ্গে যুক্ত অভিনেত্রী ও অন্যান্য সকলেই। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। তাই অনেকটাই আশাবাদী মানভূমের পেশাদার শিল্পীরা। সরকার হয়তো তাদের কথা ভাববেন।

Thursday, May 14, 2020

পুরুলিয়ার শবর পরিবারদের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস

খবর পুরুলিয়া
মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পাঠানো খাদ্য সামগ্রীর প্যাকেট পুরুলিয়া জেলার বলরামপুরের ব্লকের ঝর্নাডি, ছুকুমনি, রাঙ্গাডুংরি হাড়জোড়া ও  লায়াডি গ্রামের শবর পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী গৌতম রায়।

রাজ্যের সেচ বিভাগের সমস্ত আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সে মন্ত্রী শুভেন্দু অধিকারী

খবর পুরুলিয়া
সেচ দপ্তরের কাজের সমীক্ষা, রাজ্যে বর্ষা আসার পূর্বে বন্যা নিয়ন্ত্রণের জন্য আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন, রাজ্য সেচ বিভাগের সমস্ত আধিকারিকদের, এই ভিডিও কনফারেন্স এ যোগদেন সব জেলার প্রধান, সচীব নবীন প্রকাশ ও মন্ত্রী মহোদয়, আগামী ৩০ জুনের পূর্বেই সমস্ত কাজ শেষ করবার নির্দেশ দেন মাননীয় পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দুভেন্দু অধিকারী।

Wednesday, May 13, 2020

'মাটির সৃষ্টি’ নামে নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার

খবর পুরুলিয়া
"মাটির সৃষ্টি" নামে নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান-সহ মোট ছ'টি জেলার মোট ৫০ হাজার একর অনুর্বর জমিতে বিভিন্ন কাজ করা হবে ওই পরিকল্পনার আওতায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "৫০০০০ একর জমিতে নতুন প্রকল্পের ঘোষণা করছি। আড়াই লক্ষের বেশি মানুষ এতে উপকৃত হবে। পরিবেশ বান্ধব প্রজেক্ট। নাম 'মাটির সৃষ্টি'।

পাড়া থানার তরফে পাড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

পাড়া থানার পক্ষ থেকে পাড়া থানার অন্তর্গত ১৫০জন গরিব এবং দু্ঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এবং তাদের ছোট ছোট শিশুদের চকলেট দেন।