সামনেই বর্ষাকাল সাপ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন
খবর পুরুলিয়া 24X7
Tuesday, June 15, 2021
Wednesday, November 25, 2020
ম্যারাডোনার মৃত্যুতে শোক সাগরে ফুটবল বিশ্ব
খবর পুরুলিয়া 24x7
হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই প্রয়াত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। গতকাল রাতে প্রয়াত হন বিশ্বকাপজয়ী ফুটবলের এই মহানায়ক। কারও সহকর্মী, কারও এক সময়ের সতীর্থ, আবার কারোর কাছে বন্ধু কিংবা ভাইয়ের মতো এই ফুটবলারকে হারানোর পর যেন শোকের ছায়া নেমেছে ফুটবল বিশ্বে।
Sunday, October 18, 2020
বোধোদয় সমাজসেবী সংগঠনের তরফে বস্ত্র বিতরণ ও চিকিৎসা শিবির বুড়িঝোর গ্রামে
খবর পুরুলিয়া 24x7
18.10.2020 পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের অন্তর্গত বুড়িঝোর গ্রামে বোধোদয় নামক সমাজসেবি সংগঠনের পক্ষ থেকে এক কর্মসুচীর মাধ্যমে প্রায় ৯৫ জন দুঃস্থ ছাত্র ছাত্রী কে নতুন পোশাক বিতরণ করা হয়। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর থেকে আসা কয়েকজন চিকিৎসক ও চিকিৎসা কর্মীর দ্বারা ঐ গ্রামের প্রায় ১৭১ জন বিভিন্ন বয়সের মানুষের শারিরীক পরীক্ষা করা হয় ও তাদের ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ছোট ছোট শিশুদের মধ্যাহ্ন ভোজন করানো হয়। সংগঠনের এক সদস্য শ্রী পান্থদীপ বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছর পুজোর প্রাক্কালে আমাদের লক্ষ্য থাকে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকার, এ বছর আমরা বুড়িঝোর গ্রামটিকে বেছে নি। আজ আমরা বিভিন্ন ভাবে তাদেরকে একটুখানি সাহায্য করলাম। তিনি আরও বলেন, "যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেলাম, তাতে আমরা আপ্লূত । " সংগঠনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। For Visit Our Channel
Saturday, September 12, 2020
রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া টাউন কংগ্রেসের বিক্ষোভ পুরুলিয়া শহরে
খবর পুরুলিয়া 24x7
অভিনেত্রী রিয়া চক্রবর্তী কে ‘অন্যায় ভাবে’ জেলে রাখার প্রতিবাদ জানিয়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি করল পুরুলিয়া শহর কংগ্রেস। রাঘবপুর মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বিশ্বরূপ পট্টনায়ক, জয়দেব দত্ত প্রমুখ।তাঁরা বলেন, কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিক ভাবে রিয়াকে আটকে রেখেছে এবং বিহার নির্বাচনের কথা ভেবেই এসব করছে বিজেপি।Thanks For Visit Our Channel
Facebook- খবর পুরুলিয়া 24x7
Friday, September 11, 2020
আড়ষা থানার তানাসি গ্রামে মুন্ডু কেটে খুন আদিবাসী দম্পতি
খবর পুরুলিয়া 24x7
বাড়ি থেকে এক আদিবাসী দম্পতির মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আড়ষা থানার তানাসি গ্রামে। জানা গেছে মৃত দম্পত্তির নাম পাতুই মাঝি (৬৫) ও তার স্ত্রী লসিক মাঝি (৫৫)।
সূত্রের খবর অনুযায়ী ওই দম্পতির তিন সন্তান থাকলেও ওই বাড়িতে একাই থাকতেন দম্পতি। বর্তমানে ওই দম্পতির দুই ছেলে মারা গেছেন। এদিন ঘটনার খবর পেয়ে ছোট ছেলে মুকুন্দ মাঝি থানায় আসেন। স্থানীয় বাসিন্দারা জানান আজ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ওই বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না মেলায় স্থানীয়রা থানায় খবর দেন। এবং আড়ষা থানার পুলিশ এসে মুন্ডুহীন দেহ দুটি উদ্ধার করে থানাতে নিয়ে যায়। তবে মৃতদেহ গুলির মুন্ডুর খোঁজ মেলেনি, জোর তল্লাশি শুরু করেছে আড়ষা থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রীতিমতো ঘটনার জেরে এলাকায় আতঙ্কের ছায়া নেমেছে।
দম্পতির ছোট ছেলে মুকুন্দ মাঝি জানান একবার তার মাকে ডাইনি অপবাদ দিয়েছিল স্থানীয়রা, এ নিয়ে একটি ঝামেলা হয়েছিল জরিমানাও দিতে হয়েছিল ষোলআনা তে । এবং একবার কিছুদিন আগেই জমি সংক্রান্ত ঝামেলা হয়েছিল প্রতিবেশীদের সাথে তবে কি কারণে খুন হয়েছেন তার মা-বাবা আন্দাজ করতে পারছেন না তিনিও।
Thanks For Visit Our Channel
Facebook- খবর পুরুলিয়া 24x7
Wednesday, September 9, 2020
পুরুলিয়া জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা হল 1890 (বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন)
খবর পুরুলিয়া 24x7
আজকের করোনা আপডেট জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী
পুরুলিয়া জেলায় আজ নতুন করে করোনা আক্রান্ত 88 জন।
মোট আক্রান্তের সংখ্যা - 1890 জন।
সুস্থ হয়েছেন - 1161 জন।
Thanks For Visit Our Channel
Facebook- খবর পুরুলিয়া 24x7
Monday, September 7, 2020
পুরুলিয়া জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা হল 1434 (বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন)
খবর পুরুলিয়া 24x7
আজকের করোনা আপডেট জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী
পুরুলিয়া জেলায় আজ নতুন করে করোনা আক্রান্ত 26 জন।
মোট আক্রান্তের সংখ্যা - 1687 জন।
সুস্থ হয়েছেন - 1019 জন।
Facebook- খবর পুরুলিয়া 24x7
Subscribe to:
Posts (Atom)