Friday, May 22, 2020

পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি অনুদান ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

খবর পুরুলিয়া
বসিরহাটে আজ প্রধানমন্ত্রীর বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে প্রধানমন্ত্রী সুপার সাইক্লোনে বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে জরুরী ভিত্তিতে এক হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেন। এছাড়া ঝড়ে নিহতের পরিবার পিছু প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দু লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। বসিরহাট কলেজের প্রশাসনিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর হয়ে ওড়িশার় উদ্দেশ্যে রওনা হয়ে যান। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকার, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী, রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা সহ রাজ্য ও জেলা প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment