Monday, June 29, 2020
Wednesday, June 24, 2020
পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে "সেভ ড্রাইভ সেভ লাইফ" এর প্রচার
খবর পুরুলিয়া 24x7
বুধবার পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পুরুলিয়া শহরে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের মধ্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হল।
এদিন পুরুলিয়া ট্রাফিক থানা থেকে জেলা পুলিশের উদ্যোগে ছৌ নৃত্য সহকারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়,যেটি শেষ হয় শহর পরিক্রমা করে ভিক্টোরিয়া স্কুল মোড়ে।
সেটি শেষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকি দত্ত, ডি এস পি ট্রাফিক, সি আই সদর, ওসি পুরুলিয়া সদর থানা সহ পুলিশ কর্মীরা।
Sunday, June 21, 2020
প্রয়াত হলেন পুরুলিয়া শহরের সিপিএম নেতা শেখ আলাউদ্দিন
খবর পুরুলিয়া 24x7
প্রয়াত হলেন পুরুলিয়া শহরের সিপিআইএম নেতা শেখ আলাউদ্দীন। আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। শুধু পার্টি কর্মী নয়, এলাকায় সমাজসেবক হিসেবেও তাঁর জনপ্রিয়তা ছিলো। বাংলা স্বনির্ভর প্রকল্পের কো অর্ডিনেটর হিসেবে তিনি বহু যুবক কে স্বনির্ভর হতে উৎসাহিত করেছেন। সংখ্যালঘু উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শেখ আলাউদ্দীন। তাঁর মৃত্যু তে শোকস্তব্ধ শহরের সিপিআইএম কর্মীরা
Wednesday, June 17, 2020
দুই শ্রেণীর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বোধদয়
খবর পুরুলিয়া 24x7
দুই শ্রেণীর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বোধদয় গতকাল বলরামপুর ব্লকের অন্তর্গত দমন্তর গ্রামের প্রায় ৬৫ টি পরিবারকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল বোধদয় ও রিলার্ন ফাউন্ডেশন নামক দুটি সমাজসেবী সংস্থা। খাদ্য সামগ্রীর পাশাপাশি ওই পরিবারগুলিকে কিছু কাঁচা সব্জিও বিতরণ করা হয়, যা গ্রামের চাষি ভাইদের কাছ থেকে নাহ্য মুল্যে কিনে নেয় সংস্থার সদস্যরা। এতে গ্রামবাসীর পাশাপাশি চাষি ভাইরা খুব উপকৃত হয়। বোধদয়ের সদস্য শ্রী রাজীব মণ্ডল মহাশয় জানান, -"দীর্ঘ দিন ধরে লকডাউনের জন্য গ্রামের কয়েকটি উপজাতি পরিবার তাদের রুজিরোজগার হারিয়েছে এমতাবস্থায় তাদের নিত্যদিনের খাবার জোগাড় করতে খুব বেগ পেতে হচ্ছে, এবং পাশাপাশি যানবাহন ঠিকমতো না চলায় আশেপাশের চাষিদের ফসল ক্ষেতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই আমরা বোধদয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নি যে, ওই সব্জি গুলো সঠিক দামে কিনে দুঃস্থ পরিবারবের হাতে তুলে দিবো, তাই আজ আমাদের এই কর্মসুচী। "
Sunday, June 14, 2020
Friday, June 12, 2020
পুঞ্চায় আগুন লেগে মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সুজয় ব্যানার্জি
খবর পুরুলিয়া 24x7
আজ ১২.০৬.২০২০ পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের ছিরুডি অঞ্চলের লাগাডাঙ্গা গ্রামে গতকাল সকালে দূর্ঘটনা বশতঃ একটি বাড়িতে আগুন লেগে যায়,এবং মারা যায় ওই পরিবারের প্রধান শ্যাম বাউরি। আজ তাদের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানালেন ও যথাসামর্থ্য ত্রান,কাপড় জামা ও আর্থিক সাহায্য করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি শ্রী সুজয় ব্যানার্জি।
Tuesday, June 9, 2020
আজ পুরুলিয়াতে করোনা সংক্রমণ বেড়ে হল ৮৩
খবর পুরুলিয়া 24x7
আজ আবার পুরুলিয়া জেলাতে পাওয়া গেল ৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ। ৯ জনেই শ্রমিক এবং তারা দিল্লি ও মহারাষ্ট্র থেকে এসেছেন বলে জানা গেছে। আজ অব্দি পুরুলিয়া জেলায় মোট করোনা সংক্রমণের সংখ্যা হল ৮৩।
পুরুলিয়া জেলায় এখন পর্যন্ত ব্লক ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা।
Saturday, June 6, 2020
Friday, June 5, 2020
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ করল বোধোদয় সমাজসেবী সংস্থা
খবর পুরুলিয়াঃ
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষ্যে বোধদয়ে সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে "একটি গাছ, একটি প্রান" স্লোগানকে মাথায় রেখে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের পুতুলিয়া গ্রামে একটি সম্পুর্ন *ফলের বাগান* তৈরি করা হল। যেখানে আম,কাঁঠাল,লিচু,পেয়ারা,সবেদা,লেবু ইত্যাদি ফলের গাছ লাগানো হয়। প্রায় ১ বিঘা জমির উপর এই ফলের বাগানটি তৈরি করা হয়। উক্ত গ্রামের বাসিন্দা রবিলোচন বাবুর খামার বাড়িতে এই বাগানটি নির্মান করে বোধদয় পরিবারের সদস্যরা। তাদের আসা আগামী দিনে তারা বৃক্ষ রোপনের জন্য বিভিন্ন ব্যক্তি, সমাজ ও সংগঠনকে উৎসাহিত করবে। এদিন জমির মালিক এরুপ সাহায্যে পেয়ে খুশি হয় এবং বোধদয় কে ধন্যবাদ জ্ঞাপন করে। সংগঠনের অন্যতম সদস্য শ্রী সঞ্জয় কুমার মাহাত জানান, "আমরা এধরণের কাজের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগী হচ্ছি। সকলের সহযোগিতা কাম্য করি"।
Monday, June 1, 2020
Subscribe to:
Posts (Atom)