Wednesday, June 17, 2020

দুই শ্রেণীর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বোধদয়

খবর পুরুলিয়া 24x7
দুই শ্রেণীর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বোধদয়  গতকাল বলরামপুর ব্লকের অন্তর্গত দমন্তর গ্রামের প্রায় ৬৫ টি পরিবারকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল বোধদয় ও রিলার্ন ফাউন্ডেশন  নামক দুটি সমাজসেবী সংস্থা।  খাদ্য সামগ্রীর পাশাপাশি ওই পরিবারগুলিকে কিছু কাঁচা সব্জিও বিতরণ করা হয়, যা গ্রামের চাষি ভাইদের কাছ থেকে নাহ্য মুল্যে কিনে নেয় সংস্থার সদস্যরা। এতে গ্রামবাসীর পাশাপাশি চাষি ভাইরা খুব উপকৃত হয়। বোধদয়ের সদস্য শ্রী রাজীব মণ্ডল মহাশয় জানান, -"দীর্ঘ দিন ধরে লকডাউনের জন্য গ্রামের কয়েকটি  উপজাতি পরিবার তাদের রুজিরোজগার হারিয়েছে এমতাবস্থায় তাদের নিত্যদিনের খাবার জোগাড় করতে খুব বেগ পেতে হচ্ছে, এবং পাশাপাশি যানবাহন ঠিকমতো না চলায় আশেপাশের চাষিদের ফসল ক্ষেতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই আমরা বোধদয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নি যে, ওই সব্জি গুলো সঠিক দামে কিনে দুঃস্থ পরিবারবের হাতে তুলে দিবো, তাই আজ আমাদের এই কর্মসুচী। " 
এদিন মোট ৬৫ টি সাঁওতাল জনজাতীর পরিবারকে সংস্থার পক্ষ থেকে তেল,নুন,আলু,পেয়াজ,সাবান,মুড়ি ইত্যাদি দ্রব্য প্রদান করা হয় এবং কুমড়ো,লাউ,বরবটি,ঢেঁড়শ ইত্যাদি  কাঁচা সব্জি হিসেবে দেওয়া হয়। গ্রামবাসীরা এইরকম সাহায্য পেয়ে বোধদয়ের সদস্যদের অনেক ধন্যবাদ জানায়।

No comments:

Post a Comment