আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষ্যে বোধদয়ে সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে "একটি গাছ, একটি প্রান" স্লোগানকে মাথায় রেখে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের পুতুলিয়া গ্রামে একটি সম্পুর্ন *ফলের বাগান* তৈরি করা হল। যেখানে আম,কাঁঠাল,লিচু,পেয়ারা,সবেদা,লেবু ইত্যাদি ফলের গাছ লাগানো হয়। প্রায় ১ বিঘা জমির উপর এই ফলের বাগানটি তৈরি করা হয়। উক্ত গ্রামের বাসিন্দা রবিলোচন বাবুর খামার বাড়িতে এই বাগানটি নির্মান করে বোধদয় পরিবারের সদস্যরা। তাদের আসা আগামী দিনে তারা বৃক্ষ রোপনের জন্য বিভিন্ন ব্যক্তি, সমাজ ও সংগঠনকে উৎসাহিত করবে। এদিন জমির মালিক এরুপ সাহায্যে পেয়ে খুশি হয় এবং বোধদয় কে ধন্যবাদ জ্ঞাপন করে। সংগঠনের অন্যতম সদস্য শ্রী সঞ্জয় কুমার মাহাত জানান, "আমরা এধরণের কাজের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগী হচ্ছি। সকলের সহযোগিতা কাম্য করি"।
I convey my thanks to Khabar Purulia
ReplyDelete