Saturday, August 29, 2020

প্রয়াত হলেন পুরুলিয়ার পিডিএস দলের প্রধান নেতা নটবর বাগদী

খবর পুরুলিয়া 24x7 
প্রয়াত হলেন পুরুলিয়ার পিডিএস দলের অন্যতম প্রধান নেতা- প্রতিষ্ঠাতা  নটবর বাগদী, তিনি একসময় সিপিআইএম দল থেকে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন, এলাকায় তিনি সমাজসেবী ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত ছিলেন, জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঝাড়খণ্ডের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।Thanks For Visit Our Channel

রঘুনাথপুরের ঝাড়ুখামার মোড়ের সামনে অটো ও অলটো গাড়ির সংঘর্ষে মৃত ২ আহত ৯

খবর পুরুলিয়া 24x7
পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রোডের ঝাড়ুখামার মোড়ের অদূরে একটি অটো ও অলটো গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ২ ব্যক্তির এবং আহত হয় ৯ জন ব্যক্তি। জানা যায় একটি সাইকেল কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রঘুনাথপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে । এবং আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আহতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৫ জন মহিলা। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনের আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় পরে পুলিশি তৎপরতায় যানজটমুক্ত হয়।Thanks For Visit Our Channel

Wednesday, August 26, 2020

কাশীপুর বিধানসভার ৫৫ টি দলকে ফুটবল ও জার্সি উপহার দিলেন বিধায়ক স্বপন বেলথরিয়া

খবর পুরুলিয়া 24x7
আজ ২৬/০৮/২০২০ তারিখে ২৪৪ কাশীপুর বিধানসভার ও কাশীপুর ব্লকের ৫৫ টি ফুটবল টিমকে খেলায় উৎসাহ যোগাতে ফুটবল ও জার্সি উপহার দিলেন কাশীপুর বিধায়ক শ্রী স্বপন বেলথরিয়া

কালিদহ অঞ্চলের ভালাগোড়া ফুটবল টিম, পাখুরিয়াথল ফুটবল টিম, পাঁচমহলী ফুটবল টিম,

সোনাথলী অঞ্চলের কেঁদটাড় মিলন সংঘ, সোনাথলী মা বিষহরি সংঘ, হরিডি ফুটবল টিম, কুমারডি ফুটবল টিম, নামোগোড়া সুসার গাঁওতা, কুলতোড়া ফুটবল টিম,

হদলদা -উপড়রা অঞ্চলের কাঠগোড়া সিধু কানহু বীর বীর বিরসা ক্লাব, ইসন্দা বীণাপানি আদিবাসী গাঁওতা, মেহি চৌকিদারডি আদিবাসী গাঁওতা, মেহি ফুটবল টিম, জিয়াড়া আদিবাসী ফুটবল টিম,

আগরডি-চিত্রা অঞ্চলের সেজা নামপাড়া আদিবাসী ক্লাব, আগরডি উপরপাড়া ফুটবল টিম, মুদিডি ফুটবল টিম, 

গৌরাঙ্গডি অঞ্চলের লিপিডি ফুটবল টিম, বাবিরডি নিউ কোচিং ক্লাব, কাপিষ্ঠা জুনিয়ার ফুটবল টিম,

গগনাবাদ অঞ্চলের টুপারডি আদিবাসী টিম, ধবাড়ি ফুটবল টিম, ধবাড়ি যুব সংঘ, ঘোড়াকাটা NKSJ ক্লাব, ঘোড়াকাটা LJA ক্লাব, গগনাবাদ জুনিয়ার টিম,

সোনাইজুড়ি অঞ্চলের ভালাগোড়া বিদ্যুৎ সংঘ, কালাঝোর বিনয় বাদল দীনেশ সংঘ, ভালাগোড়া নেতাজি সংঘ, আহাত্তর ফুটবল টিম,

কাশীপুর অঞ্চলের বড়ো দৈকিয়ারী ইয়ং ষ্টার ক্লাব, তালগোড়া ফুটবল টিম,

রাঙামাটি -রঞ্জনডি অঞ্চলের রাঙামাটি বিরসা মুন্ডা ক্লাব, দুলিয়াবর টাইগার ক্লাব, বোদমা রাই পাড়া ফুটবল টিম, ভালুকগাজার জুনিয়ার ফুটবল টিম, বোদমা হেলকাও রাকাব গাঁওতা,

সিমলা -ধানেড়া অঞ্চলের বড়ডিহা তালাশ ক্লাব,

বড়রা অঞ্চলের কাদুড়ি ফুটবল টিম,


হুড়া ব্লকের
লধুড়কা অঞ্চলের বাহুকাটা মার্শাল উপেল বাহা গাঁওতা, বাহুকাটা PRM ক্লাব, চিত্রা রকস্টার ক্লাব,

জবড়রা অঞ্চলের নতুনডি স্বামী বিবেকানন্দ ক্লাব, বাউরিডি ফুটবল টিম, মোরজঙ্গলপুর শুইয়াডি ইয়ং ষ্টার ক্লাব, মোরজঙ্গলপুর ডুমকাডি ফুটবল টিম, আসনবনি নিউ যুব গোষ্ঠী, গুরদা ফুটবল টিম,

কলাবনী অঞ্চলের বাথান ফুটবল টিম,

হুড়া অঞ্চলের ঢাঙ্গাগোড়া ফুটবল টিম,

কেশোরগর অঞ্চলের রাহামদা RMP ক্লাব

লক্ষণপুর অঞ্চলের ২নম্বর সংসদ ফুটবল টিম,

রোখেড়া-বিষপুরিয়া অঞ্চলের ধবনি বুলেট ক্লাব,  গোয়ালডাঙ্গা ফুটবল টিম

এইরকম ৫৫টি টিমকে ফুটবল ও জার্সি বিতরণ করলেন মাননীয় বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া মহাশয়....Thanks For Visit Our Channel

Tuesday, August 25, 2020

ফের পুরুলিয়া সদর হাসপাতালে ২ করোনা আক্রান্তের মৃত্যু

খবর পুরুলিয়া 24x7
আজ 25.08.2020 ফের করোনা আক্রান্ত 2 জনের মৃত্যু হল পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। এই দুই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের CCU বিভাগে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন তাদের দুইজনের করোনা পরীক্ষা করা হয়।এরপর এই চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত ব্যক্তিদের একজন মফস্বল থানার পিঠাজোড় গ্রামের বাসিন্দা বয়স 65 বছর, এবং অন্যজন ঝালদা এলাকার বাসিন্দা বয়স 23 । মৃত্যুর পরেই তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দেহগুলি পরিবারের হাতে তুলে না দিয়ে পুরুলিয়া সংলগ্ন লাগদা শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে দাহ করার নির্দেশ দেন। পরে CCU বিভাগটিকে স্যানিটাইজ করা হয় ।
Thanks for Visit Our Channel

কাশীপুর ও নপাড়া গ্রামে ত্রিপল বিতরণ করলেন কাশিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া

খবর পুরুলিয়া 24x7
কাশিপুর বিধানসভার কাশীপুর ও নপাড়া গ্রামের বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি ঘুরে তাদের মধ্যে ত্রিপল বিতরণ করলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পি আচার্য।Thanks For Visit Our Channel

Sunday, August 23, 2020

পাড়া ব্লকের রাহেড়ডি গ্রামে উদ্ধার বিশাল এক অজগর

খবর পুরুলিয়া 24x7
আজ 23.08.2020 পাড়া ব্লকের রাহেড়ডি গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার এক বিশাল অজগর সাপ। এই অজগর সাপ কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাপটি লম্বায় প্রায় দশ ফুট। ঘটনাটি ঘটেছে বিকেল পাঁচটা নাগাদ। বালিচাষা গ্রামের বিকাশ মাহাতো নামের এক ব্যক্তি সাপটিকে প্রথমে দেখে এবং গ্রামবাসীদের খবর দেয়। এই সাপটিকে দেখতে গ্রামের মানুষরা ছুটে আসে। এবং কিছুক্ষণ পরে সাপটিকে একটি বস্তার মধ্যে বন্দী করে পাড়া থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে বনদপ্তর এর হাতে সাপটিকে তুলে দেওয়া হয়।Thanks For Visit Our Channel

আনাড়া রেলস্টেশনের অদূরে মালগাড়ির ধাক্কায় মৃত গৃহবধূ

খবর পুরুলিয়া 24x7
আজ 23.08.2020 আনাড়া রেলস্টেশনের অদূরে রানীপুর রেলগেটের সামনে আদ্রা থেকে পুরুলিয়া গামি রেলপথে রেল লাইন পারাপার করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বছর ৪২ এর গৃহবধূর। ঘটনাটি ঘটেছে আজ ভোর পাঁচটা নাগাদ। মৃতার নাম মিনা মিশ্র স্বামী যতন মিশ্র বাড়ি পাড়া থানার ফুসড়াবাইদ গ্রামে। সকালে আনাড়া GRP পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটিকে উদ্ধার করে। এবং দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Thanks For Visit Our Channel

Monday, August 17, 2020

অমিত শাহ ফের হাসপাতালে, ভর্তি করা হল দিল্লির এইমস হাসপাতালে

খবর পুরুলিয়া 24x7
স্বাধীনতা দিবসের আগের দিনই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। সোমবার বেশি রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ভর্তি করা হয়েছে নয়াদিল্লির এইমস হাসপাতালে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় শাহের। জানা গিয়েছে তাতে ধরা পড়েছে তাঁর বুকে সামান্য সংক্রমণ রয়েছে। এরপরই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। চেস্ট স্পেশালিস্ট রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন শাহ। জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষকণে রাখা হবে।
Thanks For Visit Our Channel

পাড়া ব্লকের নডিহা ব্যানার্জি পরিবারের মনসা পূজো ১৫০ বছর অতিক্রম করল (খবর পুরুলিয়া 24x7)

খবর পুরুলিয়া 24x7
পুরুলিয়া জেলার পাড়া ব্লকের নডিহার ব্যানার্জ্জী পরিবারের মনসা পুজো আজ প্রায় ১৫০ বছরে অতিক্রম করলো ।  ব্যানার্জ্জী পরিবারের পক্ষ থেকে সকলকে মনসা পুজোর  আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে,  আরও বলেছে এই মহামারি অতিক্রম করে আমনরা সবাই আবার একসাথে আনন্দ উৎসবে মেতে উঠব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্য বিধি মেনে পুজো পালন করুন।

তবে এই পরিবারের পুজো অন্য পুজোর থেকে অনেকটাই আলাদা পুজো সাধারন ভাবে মনসা পুজো রাত্রিতে হয় কিন্তু এই পরিবারের পুজো দিনের বেলায় অনুষ্ঠিত হয়,  এই পুজো এখনও তার ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে এখনো তারা নিয়ম মতো বলিদান প্রথা বজায় রেখেছে যেমনটা তাদের পুর্বপুরুষরা করে এসেছেন ঠিক একই ভাবে এই পুজোর ঐতিহ্য মর্যাদা অক্ষুন রেখে চলেছে ব্যানার্জ্জী পরিবারের বর্তমান প্রজন্মও।  আর সবথেকে আশ্চর্যের বিষয় হোল পুরো পুজো কিন্তু কোনো রকম মুর্তি ছাড়াই হয়ে থাকে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত দিন গুলিতেও যেভাবে পুজো পার হয়েছে আগামীতেও একইভাবে এই পুজো চলতে থাকবে নিজস্ব মহিমায় এবং ঐতিহ্যকে অক্ষুন রেখে।Thanks For Visit Our Channel

Saturday, August 15, 2020

স্বাধীনতা দিবস উপলক্ষে "আড়ষা ব্লক সাংস্কৃতিক মঞ্চ" করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানালো

খবর পুরুলিয়া 24x7 
৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানালো পুরুলিয়া জেলার "আড়ষা ব্লক সাংস্কৃতিক মঞ্চ" নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
সারা দেশ জুড়ে করোনার মহামারী চলছে‌ এই পরিস্থিতিতে দিন রাত যারা মানুষের জন্য সেবা দিচ্ছেন আশা কর্মী, স্বাস্থ্য  কর্মী,  ভলেন্টিয়ার্স, সোসাল ওয়ার্কার, রিপোটার, পুলিশ, ডাক্তার সকলকে বিশেষ সংবর্ধনা জানালো আড়ষা ব্লক সাংস্কৃতিক মঞ্চ।  আজ স্বাধীনতা দিবসের বিশেষ দিনে করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়৷  এলাকার করোনা যোদ্ধা দের সন্মানিত করা হয় ৷ তাদের হাতে শংসাপত্র, পুষ্পস্তবক, উপহার, মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।  উপস্থিত ছিলেন সকল সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা.....Thanks For Visit Our Channel

স্বাধীনতা দিবস উপলক্ষে ভাঁওরিডি অঞ্চলের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরন করলেন পাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা বিশিস্ট সমাজ সেবি হীরক মোদক

খবর পুরুলিয়া 24x7
আজ 15 আগস্ট 74 তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাড়া ব্লকের ভাঁওরিডি অঞ্চলের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরন করলেন পাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা বিশিস্ট সমাজ সেবি হীরক মোদক। তার এই উদ্যোগে এলাকাবাসী খুবই খুশি হয়েছেন এবং তাকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যায় যে তিনি বিভিন্ন মানুষের বিপদে-আপদে সব সময়ে পাশে দাঁড়ান ।
Thanks For Visit Our Channel

স্বাধীনতা দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ

খবর পুরুলিয়া 24x7
আজ ১৫ আগস্ট ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পাড়া ব্লকের বহড়া অঞ্চলের দড়দা এলাকায় মাস্ক বিতরণ করা হয়। সাঁওতালডি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এর জেনারেল সেক্রেটারি সৌরভ সিংহ জানান যে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্যের নির্দেশে তারা আজকের এই বিশেষ দিনে বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করলেন এবং এলাকার মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন করলেন । তাদের এই কর্মসূচিতে পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং সাথে ছিলেন পাড়া ব্লকের কিছু সিভিক ভলেন্টিয়ার ।
Thanks For Visit Our Channel

স্বাধীনতা দিবস উপলক্ষে আদ্রা "আমরা ক জন" নামক স্বেচ্ছাসেবী সংস্থা দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার সরঞ্জাম বিতরণ করলেন

খবর পুরুলিয়া 24x7
15 আগস্ট 2020 তারিখে 74 তম স্বাধীনতা দিবসে রেল শহর আদ্রার "আমরা ক জন" নামে একটি সেচ্ছাসেবী সংস্থার সদ‍্স‍্যরা "আদ্রা রামকৃষ্ণ বিবেকান‍নদ পাঠচক্র" নামে আদ্রা স্থিত এক শিক্ষা কেন্দ্রের 25 জন দুস্থ ছাত্র ও ছাএী দের হাতে খাতা,কলম,পেনসিল,পেনসিল বাক্স ইত‍্যাদি সহ প্রয়োজনীয় শিক্ষার সরঞ্জাম তুলে দেয়।এদিন সদস‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন সব‍্যসাচী ঘোষ,নিহার বাউরী,সুনীল মাহাতো,বিনয় মনডল,দিনেশ মন্ডল ,অসিত মন্ডল,কমল ধর,নিপেশ দেব ও কাঞ্চন কুন্ডু ।Thanks For Visit Our Channel

Wednesday, August 12, 2020

ডাকাতির আগেই ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ

খবর পুরুলিয়া 24x7
পুরুলিয়া জেলার ঝালদা থানার অন্তর্গত জারগো এলাকায় রাস্তার ধার থেকে মঙ্গলবার 11.08.2020 তারিখ রাতে সাতজন দুষ্কৃতী কে গ্রেফতার করেছে ঝালদা থানার পুলিশ। এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল । তাদের কাছ থেকে লোহার রড ভোজালি ইত্যাদি উদ্ধার হয়েছে । ধৃতদের নাম তরণী মাহাতো মহেন্দ্র মাহাতো নরেশ মাহাতো নাগেশ্বর মাহাতো যোধা সিং মুড়া গণেশ কুইরী ও মুকেশ মাহাতো । সবার বাড়ি ঝালদা থানার জারগো এলাকায় । বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় তাদের । কিন্তু আদালতের কি নির্দেশ হয়েছে এখনো জানা যায়নি ।Thanks For Visit Our Channel

আবার লক ডাউনের দিন পরিবর্তন রাজ্যে জেনে নিন নতুন দিনগুলি

খবর পুরুলিয়া 24x7
পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউনের দিনে আবার পরিবর্তন আনা  হল। ২৮ আগস্টের দিন লকডাউন বাতিল করা হল সম্পূর্ণরূপে।
পশ্চিমবঙ্গে লকডাউন এর নতুন দিন হলো আগামী ২০,২১,২৭ এবং ৩১ আগস্ট। Thanks For Visit Our Channel

বিধানসভা নির্বাচনের আগে কাশীপুরে আবারো তৃণমূলের শক্তি বৃদ্ধি, বিধায়কের হাত ধরে BJP ও CPI(M)ছেড়ে 31টি পরিবার যোগদান করলো

খবর পুরুলিয়া 24x7
আজ 12.08.2020 পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার মধ্যে  কাশীপুর  ব্লকের সোনাইজুড়ি অঞ্চলের রুদড়া গ্রামের  ৩১টি পরিবার বিধায়ক স্বপন বেলথরিয়ার নেতৃত্বে কাশীপুর বিধায়ক কার্যালয়ে এসে বিজেপি ও সিপিআইএম থেকে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস দলে  যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক স্বপন বেলথরিয়া ।
Thanks For Visit Our Channel

Tuesday, August 11, 2020

কাঁকী বস্তি গ্রামে কুয়ো থেকে ৬ বছরের নাবালকের দেহ উদ্ধার করল সাঁওতালডি থানার পুলিশ

খবর পুরুলিয়া 24x7
গতকাল 11.08.2020 কাঁকী বস্তি গ্রামে কুয়ো থেকে ৬ বছরের নাবালকের দেহ উদ্ধার করল সাঁওতালডি থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী বস্তি গ্রামে।সকাল 10:15 নাগাদ শিশুটি খেলতে বাড়ি থেকে বার হয়েছিল দুপুর পর্যন্ত সে বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং সাঁওতালডি থানাতেও খবর দেওয়া হয় দুপুর দুটো নাগাদ। খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করলে অনেক খোঁজাখুঁজির পর তার বাড়ির অদূরে একটি কূয়ো থেকে তাকে দেহ থেকে উদ্ধার করা হয় এবং পাড়া ব্লক প্রাথমিক হাসপাতালে হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে তেমন কিছু খারাপ পাওয়া না গেলেও দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।Thanks For Visit Our Channel

Saturday, August 8, 2020

পাড়া অঞ্চলের 40 টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে

খবর পুরুলিয়া 24x7
আজ 08.08.2020 পাড়া বিধানসভার পাড়া অঞ্চল থেকে 40 টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন পাড়া বিধায়ক শ্রী উমাপদ বাউরী। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাড়া অঞ্চলের যুব সভাপতি সৌরভ শান্তিকারি, পাড়া অঞ্চলের কার্যকরী সভাপতি অজিত বাউরী,তপশিলি জাতি ও উপজাতির সভাপতি গোপাল বাউরী ও অমিত বাউরী সহ অন্যান্য নেতৃত্বরা ও কার্যকর্তারা।
Thanks For Visit Our Channel

Friday, August 7, 2020

প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণে নডিহাতে মৌন মিছিল করল CPI(M)

খবর পুরুলিয়া 24x7
প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণে নডিহাতে মৌন মিছিল করল CPI(M) উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও এরিয়া কমিটির সম্পাদক  কমরেড সুব্রত ব্যানার্জি, জেলা কমিটির সদস্য কমরেড সুনীল মাহাত, এরিয়া কমিটির সদস্য কমরেড বাসুদেব মন্ডল, কমরেড প্রভাস মাহাত,কমরেড ধরনী রাজোয়াড়, কমরেড ফনীভুষন মাহাত, কমরেড নির্মল বাউরী, কমরেড লক্ষী মাহালি ও কমরেড ওয়ারিশ আনসারী সহ স্থানীয় নেতৃত্বরা ও কমরেড লক্ষন মুদি।Thanks For Visit Our Channel