বিভিন্ন সবজি, ডাল ফল ও ধান দিয়ে রাখী বানালো পুরুলিয়া কাশিপুরের "বোধোদয়" পরিচালিত শিউলিবাড়ি আদর্শ শিক্ষা নিকেতনের ছোট ছোট ছেলেমেয়েরা
বিস্তারিত নিচে ......
পুরুলিয়ার কাশিপুরের #বোধোদয় পরিচালিত #শিউলিবাড়ি_আদর্শ_শিক্ষা_নিকেতনের ছোট ছোট ছোট ছেলে মেয়েরা তৈরী করেছে এই সব পরিবেশ বান্ধব রাখি। এগুলি বিভিন্ন সব্জি,ডাল,ফল ও ধান বীজ দিয়ে তৈরী করা হয়েছে।
রাখী পূর্ণিমায় পরিবেশ-বান্ধব রাখী! যেখানে ভাই বোনের সম্পর্কের অটুট বন্ধনের পাশাপাশি ক্ষতি হবেনা পরিবেশেরও.বার্তা একটাই, পরিবেশকে রক্ষা করা আমাদের সকলেরই কর্তব্য.ভাই ও বোনের বন্ধনের প্রতীক এই রাখীবন্ধন উৎসবে পরিবেশের সাথে আমাদের বন্ধন আরো সুদৃঢ় এবং নিবিড় হোক এই বার্তাই সকলের কাছে ছড়িয়ে দিতে চায় বোধোদয়.সম্পূর্ণভাবে বায়ো-ডিগ্রেডেবল পরিবেশবান্ধব এই রাখি পরিবেশের প্রতি মানুষের দায়বদ্ধতার ন্যূনতম নিদর্শন হয়ে থাকুক... .. .. .. .. .. . . । রাখি বন্ধনবন্ধন বা Raksha Bandhan, হলো ভাতৃত্বের প্রতীক, প্রীতির প্রতীক, বন্ধনের প্রতীক, রক্ষা এবং মঙ্গল কামনায় আমরা এই উৎসব পালন করি যার কোন ধর্মগত ভেদাভেদ হয়না... . . । এবারের রাখি পূর্ণিমা উৎসবে পরিবেশের সাথে আমাদের বন্ধন আরো সুদৃঢ় এবং নিবিড় হোক এই বার্তা রাখি সকলের কাছে...
যে সমস্ত শিক্ষকদের সহযোগিতায় এই কাজ সম্পন্ন হয়েছে তারা হলেন #দেবাশিস_মাহাতো, #বিশ্বজিত_মাহাতো, #রনজিত_মাহাতো। আর যে সমস্ত কচিকাঁচা দের হাতের ছোঁয়ায় এই রাখি গুলি একটা অন্য মাত্রা পেয়েছে তারা হল রেখা কালিন্দী, মুক্তা কালিন্দী, লিপিকা মাহাতো, শর্মিলা হাঁসদা, আকাশ টুডু, বিকাশ টুডু, মুক্তি কিস্কু, পয়রানি টুডু ।
বিশ্ব সংকটময় পরিস্থিতিতে সকলের কাছে অনুরোধ রাখি আপনারা সচেতন থাকুন,ঘর থেকে বাইরে বেরোলে মুখে মাস্ক পরে বের হন......
নিজেদের সচেতনতা এবং পদক্ষেপের মাধ্যমে আমরা একদিন ঠিক এই সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার পাব এই কামনা রাখি, সকলে ভাল থাকবেন শুভ রাখী রাখি বন্ধন উৎসব.. . ..
খুবই সুন্দর প্রয়াস।
ReplyDeleteপরিবেশ বান্ধব এই প্রচেষ্টা চারিদিকে ছড়িয়ে পড়ুক
ReplyDeleteA very good initiative of Bodhodoy. Hats off to the children and the theme maker for their creativity.
ReplyDeleteBest wishes for your next programme.
Great initiatives......
ReplyDelete