পুরুলিয়া জেলার পাড়া ব্লকের নডিহার ব্যানার্জ্জী পরিবারের মনসা পুজো আজ প্রায় ১৫০ বছরে অতিক্রম করলো । ব্যানার্জ্জী পরিবারের পক্ষ থেকে সকলকে মনসা পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে, আরও বলেছে এই মহামারি অতিক্রম করে আমনরা সবাই আবার একসাথে আনন্দ উৎসবে মেতে উঠব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্য বিধি মেনে পুজো পালন করুন।
তবে এই পরিবারের পুজো অন্য পুজোর থেকে অনেকটাই আলাদা পুজো সাধারন ভাবে মনসা পুজো রাত্রিতে হয় কিন্তু এই পরিবারের পুজো দিনের বেলায় অনুষ্ঠিত হয়, এই পুজো এখনও তার ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে এখনো তারা নিয়ম মতো বলিদান প্রথা বজায় রেখেছে যেমনটা তাদের পুর্বপুরুষরা করে এসেছেন ঠিক একই ভাবে এই পুজোর ঐতিহ্য মর্যাদা অক্ষুন রেখে চলেছে ব্যানার্জ্জী পরিবারের বর্তমান প্রজন্মও। আর সবথেকে আশ্চর্যের বিষয় হোল পুরো পুজো কিন্তু কোনো রকম মুর্তি ছাড়াই হয়ে থাকে।
Facebook- খবর পুরুলিয়া 24x7
No comments:
Post a Comment