Wednesday, August 26, 2020

কাশীপুর বিধানসভার ৫৫ টি দলকে ফুটবল ও জার্সি উপহার দিলেন বিধায়ক স্বপন বেলথরিয়া

খবর পুরুলিয়া 24x7
আজ ২৬/০৮/২০২০ তারিখে ২৪৪ কাশীপুর বিধানসভার ও কাশীপুর ব্লকের ৫৫ টি ফুটবল টিমকে খেলায় উৎসাহ যোগাতে ফুটবল ও জার্সি উপহার দিলেন কাশীপুর বিধায়ক শ্রী স্বপন বেলথরিয়া

কালিদহ অঞ্চলের ভালাগোড়া ফুটবল টিম, পাখুরিয়াথল ফুটবল টিম, পাঁচমহলী ফুটবল টিম,

সোনাথলী অঞ্চলের কেঁদটাড় মিলন সংঘ, সোনাথলী মা বিষহরি সংঘ, হরিডি ফুটবল টিম, কুমারডি ফুটবল টিম, নামোগোড়া সুসার গাঁওতা, কুলতোড়া ফুটবল টিম,

হদলদা -উপড়রা অঞ্চলের কাঠগোড়া সিধু কানহু বীর বীর বিরসা ক্লাব, ইসন্দা বীণাপানি আদিবাসী গাঁওতা, মেহি চৌকিদারডি আদিবাসী গাঁওতা, মেহি ফুটবল টিম, জিয়াড়া আদিবাসী ফুটবল টিম,

আগরডি-চিত্রা অঞ্চলের সেজা নামপাড়া আদিবাসী ক্লাব, আগরডি উপরপাড়া ফুটবল টিম, মুদিডি ফুটবল টিম, 

গৌরাঙ্গডি অঞ্চলের লিপিডি ফুটবল টিম, বাবিরডি নিউ কোচিং ক্লাব, কাপিষ্ঠা জুনিয়ার ফুটবল টিম,

গগনাবাদ অঞ্চলের টুপারডি আদিবাসী টিম, ধবাড়ি ফুটবল টিম, ধবাড়ি যুব সংঘ, ঘোড়াকাটা NKSJ ক্লাব, ঘোড়াকাটা LJA ক্লাব, গগনাবাদ জুনিয়ার টিম,

সোনাইজুড়ি অঞ্চলের ভালাগোড়া বিদ্যুৎ সংঘ, কালাঝোর বিনয় বাদল দীনেশ সংঘ, ভালাগোড়া নেতাজি সংঘ, আহাত্তর ফুটবল টিম,

কাশীপুর অঞ্চলের বড়ো দৈকিয়ারী ইয়ং ষ্টার ক্লাব, তালগোড়া ফুটবল টিম,

রাঙামাটি -রঞ্জনডি অঞ্চলের রাঙামাটি বিরসা মুন্ডা ক্লাব, দুলিয়াবর টাইগার ক্লাব, বোদমা রাই পাড়া ফুটবল টিম, ভালুকগাজার জুনিয়ার ফুটবল টিম, বোদমা হেলকাও রাকাব গাঁওতা,

সিমলা -ধানেড়া অঞ্চলের বড়ডিহা তালাশ ক্লাব,

বড়রা অঞ্চলের কাদুড়ি ফুটবল টিম,


হুড়া ব্লকের
লধুড়কা অঞ্চলের বাহুকাটা মার্শাল উপেল বাহা গাঁওতা, বাহুকাটা PRM ক্লাব, চিত্রা রকস্টার ক্লাব,

জবড়রা অঞ্চলের নতুনডি স্বামী বিবেকানন্দ ক্লাব, বাউরিডি ফুটবল টিম, মোরজঙ্গলপুর শুইয়াডি ইয়ং ষ্টার ক্লাব, মোরজঙ্গলপুর ডুমকাডি ফুটবল টিম, আসনবনি নিউ যুব গোষ্ঠী, গুরদা ফুটবল টিম,

কলাবনী অঞ্চলের বাথান ফুটবল টিম,

হুড়া অঞ্চলের ঢাঙ্গাগোড়া ফুটবল টিম,

কেশোরগর অঞ্চলের রাহামদা RMP ক্লাব

লক্ষণপুর অঞ্চলের ২নম্বর সংসদ ফুটবল টিম,

রোখেড়া-বিষপুরিয়া অঞ্চলের ধবনি বুলেট ক্লাব,  গোয়ালডাঙ্গা ফুটবল টিম

এইরকম ৫৫টি টিমকে ফুটবল ও জার্সি বিতরণ করলেন মাননীয় বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া মহাশয়....Thanks For Visit Our Channel

No comments:

Post a Comment